Khoborerchokh logo

পীরগঞ্জে আশিস ফাউন্ডেশনের শিক্ষামুলক ক্যাম্পেইন অনুষ্ঠিত 257 0

Khoborerchokh logo

ফাইল ফটো

“শুধু শিক্ষা নয় সু-শিক্ষায় শিক্ষিত হতে চাই । দৃষ্টি ভঙ্গির ইতিবাচক পরিবর্তনে সু-শিক্ষার বিকল্প নেই “ এ প্রতিবাদ্যকে সামনে রেখে রংপুরের পীরগঞ্জ উপেজলার চৈত্ররকাল ইউনিয়নের ঝাড়িবশলাস্থ স্বেচ্ছাসেবী সংগঠন আদর্শ শিক্ষা ফাউন্ডেশন (আশিস) এর উদ্যেগে মঙ্গলবার দিন ব্যাপি শিক্ষা মুলক বাইকেল শোভাযাত্রা ও বিভিন্ন বিদ্যালয়ে ক্যা¤েপইন অনুষ্ঠিত হয়েছে । এ দিন সকালে উক্ত ফাউন্ডেশনের অর্ধ শতক যুবক ব্যানার ফেষ্টুন সহ বাই সাইকেল যোগে ভেন্ডাবাড়ী বালিকা বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষা মুলক বক্তব্য প্রদানের মাধ্যমে তাদের ক্যা¤েপইনের সুচনা করেন । এরপর তারা শোভাযাত্রা সহ প্রায় ১৫ কিলো মিটার দুরে পীরগঞ্জ উপজেলা সদর অভিমুখে রওয়ানা দেন । এ দীর্ঘ রাস্তা অতিক্রম কালে তারা ঝাড় বিশলা উচ্চ বিদ্যালয় সহ ক”টি বিদ্যালয়ে অনুরুপ ক্যা¤েপইনের মাধ্যমে ফাউন্ডেশনের সভাপতি এজহারুল হক রতন ও সাধারন স¤পাদক মাহামুদুল হাসান শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামুলক বক্তব্য প্রদান করেন । সর্ব শেষে তারা উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে উপজেলা সদরস্থ কছিমন্নেছা বালিকা বিদ্যালয়ে অনুরপ বক্তব্য  প্রদান করেন । পরে সেখানে এক কুইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ী ১০ শিক্ষার্থীর মাঝে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com