পীরগঞ্জে আশিস ফাউন্ডেশনের শিক্ষামুলক ক্যাম্পেইন অনুষ্ঠিত 257 0
ফাইল ফটো
“শুধু শিক্ষা নয় সু-শিক্ষায় শিক্ষিত হতে চাই । দৃষ্টি ভঙ্গির ইতিবাচক পরিবর্তনে সু-শিক্ষার বিকল্প নেই “ এ প্রতিবাদ্যকে সামনে রেখে রংপুরের পীরগঞ্জ উপেজলার চৈত্ররকাল ইউনিয়নের ঝাড়িবশলাস্থ স্বেচ্ছাসেবী সংগঠন আদর্শ শিক্ষা ফাউন্ডেশন (আশিস) এর উদ্যেগে মঙ্গলবার দিন ব্যাপি শিক্ষা মুলক বাইকেল শোভাযাত্রা ও বিভিন্ন বিদ্যালয়ে ক্যা¤েপইন অনুষ্ঠিত হয়েছে । এ দিন সকালে উক্ত ফাউন্ডেশনের অর্ধ শতক যুবক ব্যানার ফেষ্টুন সহ বাই সাইকেল যোগে ভেন্ডাবাড়ী বালিকা বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষা মুলক বক্তব্য প্রদানের মাধ্যমে তাদের ক্যা¤েপইনের সুচনা করেন । এরপর তারা শোভাযাত্রা সহ প্রায় ১৫ কিলো মিটার দুরে পীরগঞ্জ উপজেলা সদর অভিমুখে রওয়ানা দেন । এ দীর্ঘ রাস্তা অতিক্রম কালে তারা ঝাড় বিশলা উচ্চ বিদ্যালয় সহ ক”টি বিদ্যালয়ে অনুরুপ ক্যা¤েপইনের মাধ্যমে ফাউন্ডেশনের সভাপতি এজহারুল হক রতন ও সাধারন স¤পাদক মাহামুদুল হাসান শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষামুলক বক্তব্য প্রদান করেন । সর্ব শেষে তারা উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে উপজেলা সদরস্থ কছিমন্নেছা বালিকা বিদ্যালয়ে অনুরপ বক্তব্য প্রদান করেন । পরে সেখানে এক কুইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ী ১০ শিক্ষার্থীর মাঝে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা পুরস্কার প্রদান করা হয়